বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৯ জুলাই ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে।

ইউএনও প্রিয়াংকা পাল জানান, শুক্রবার সকালে পাগনার হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন মরদেহ দাফন করতে পারবে বলেও জানান তিনি।

মোসাইদ রাহাত/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।