রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন রাব্বি-শ্রাবণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৮ জুলাই ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ মামলার ছয় নম্বর আসামি রাব্বি আকন। বৃহস্পতিবার রাতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর আগে বিকেলে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিফাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আরিয়ান শ্রাবণ। স্বীকারোক্তি শেষে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ মামলার এজহারভুক্ত ও এজহারের বাহিরে থাকা ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে এখন পর্যন্ত ১২ জন অভিযুক্ত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকি দুই অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। আর আজ সকালে গ্রেফতার করা রিশান ফরাজীকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

মিরাজ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।