খাগড়াছড়িতে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৮ জুলাই ২০১৯

পার্বত্য খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হামলায় রূপচান মিয়া নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রূপচান মিয়া রাঙ্গামাটির লংগদু উপজেলার জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মৌসুমি ফল ব্যবসায়ী।

গুলিবিদ্ধ রূপচানের সহযাত্রী মো. আলমগীর হোসেন জানান, তারা লংগদুর ইয়ারাংছড়ি থেকে মিনি ট্রাকে করে মিস্টি কুমড়া ও কাঁঠাল নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইল নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা মিনি ট্রাকটির গতিরোধ করে রূপচান মিয়াকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই গাড়িতে থাকা রূপচানের বড় ভাই তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে অহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ফল ব্যবসায়ী রূপচান মিয়াকে গুলি করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।