তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, শিমুলিয়া ঘাটে গাড়ির জট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ঘাট এলাকায় পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে অবস্থান করছে। এ অবস্থায় নৌরুটে ১৬টি ফেরির মধ্যে দুটি রো রো ফেরি এনায়েতপুরি ও বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান যানবাহন পারাপারে চলাচল করছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. নাসির জানান, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে কয়েক দিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এখন এ নৌরুটে দুটি রো রো ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষা, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, পদ্মা নদীতে স্রোত না কমলে ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে না। ইতোমধ্যে এই রুটে চলাচলকারী যানবাহন বিকল্প পথে চলাচলের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।