৪২০ যাত্রী নিয়ে সিলেট ছাড়ল প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি হজ ফ্লাইট। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ৪২০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি-৩৩৩৭ প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার পথে ছেড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু জানান, এবার সিলেট থেকে সরাসরি এক হাজার ২৬০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। বাকি যারা থাকবেন তারা ঢাকা হয়ে যাবেন। আগামীকাল শুক্রবার জেদ্দায় যাবে আরও একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদিনায় যাবে আরেকটি ফ্লাইট। এর মাধ্যমে হজ ফ্লাইটের সিলেট পর্ব শেষ হবে।

এ বছর সিলেট থেকে হজে যাচ্ছেন মোট ৩ হাজার ২০০ জন। এবারই প্রথম সিলেট থেকে তিনটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেকআপ করা হলো। ফলে সৌদি বিমানবন্দরে গিয়ে হজযাত্রীদের আর হয়রানির শিকার হতে হবে না বলে জানান সংশ্লিষ্টরা।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।