আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ইপিআই কেন্দ্র চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৮ জুলাই ২০১৯

নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিমাসের প্রথম বুধবার এই ইপিআই কেন্দ্র থেকে সরকারিভাবে বিনামূল্যে শিশু ও নারীদের টিকা প্রদান করা হবে।

সম্প্রতি নাটোর জেলা সিভিল সার্জন এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আজিজুল ইসলাম এই ইপিআই কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় তিনি আগতদের সামনে টিকাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রাণ এগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার হজরত আলী, প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (অডিট) মো. আল আমিন ও সান হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রধান ডা. সাকিব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।