নাঙ্গলকোট ছাত্রলীগের সম্মেলন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার নাঙ্গলকোট ছাত্রলীগের একাংশের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার গভীররাতে উপজেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ ৮ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

আ.লীগ নেতা অধ্যাপক নুরুল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের পাল্টা-পাল্টি অভিযোগের প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যক্ষ আবু ইউছুফ ও অধ্যাপক নুরুল্লাহ মজুমদারকে পূর্বের ঘোষিত তারিখ ১২ সেপ্টেম্বর শনিবার ছাত্রলীগের সম্মেলন স্থগিত করার মৌখিক নির্দেশ দেয়ার পরই সম্মেলন স্থগিত করা হয়। সম্মেলনের নতুন সময়সূচি হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর কাউন্সিলর তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ, ২৯ সেপ্টেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি, ১ অক্টোবর চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ, ২ ও ৩ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ, ৪ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৫ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ৭ অক্টোবর আপিল আবেদন, ৮ অক্টোবর আপিল শুনানি ও নিষ্পত্তির পর  আগামী ১০ অক্টোবর নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০০৭ সালের ৩১ জুলাই ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর বিগত ৮ বছরে একাধিকবার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ হলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।