চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৭ জুলাই ২০১৯

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্যায় খালের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া জেসি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুড়ি খালে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল মাওয়া জেসি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার রমজান আলী লালুর মেয়ে। সে স্থানীয় জ্যৈষ্ঠপুরা মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, আষাঢ়ী পূর্ণিমার জোয়ার ও কাপ্তাই হ্রদের সবগুলো কবাট খুলে দেয়ায় কর্ণফুলী নদী ও তার শাখা খালগুলোতে বর্তমানে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে।

খালের নতুন পানিতে মায়ের সঙ্গে গোসল করতে নেমেছিল জান্নাতুল মাওয়া জেসি। এ সময় স্রোতের তোরে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে খাল থেকে জেসির মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, বাড়ির পাশে লাগোয়া খালে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে জেসি নামের এক শিশু নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। বোয়ালখালী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।