একরাম হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি নুরুল আমিন মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের বিরিঞ্চি ঈদগাহ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত পলাতক আসামি নুরুল আমিন মামুন গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মির হোসেন ড্রাইভারের ছেলে। এদিকে দুই দিনে হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক মাহবুব মোরশেদ মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় ৩৭ জন কারাগারে রয়েছেন।

জহিরুল হক মিলু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।