ফলাফল দেখে ছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৭ জুলাই ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করায় কনা রায় (১৭) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

আত্মহত্যাকারী কনা রায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর প্যামা জানকি পাড়ার মুক্তি চন্দ্র রায়ের মেয়ে। রানীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছিলেন কনা রায়।

নশরতপুর ইউনিয়নের সদস্য মো. মোখলেছুর রহমান বলেন, এইচএসসির ফলাফল প্রকাশের পর কনা জানতে পারে পাস করতে পারেনি। এ অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কনা।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।