বরিশালে শীর্ষে ক্যাডেট কলেজ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৭ জুলাই ২০১৯
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ শীর্ষ স্থান অধিকার করেছে। বিগত বছরগুলোর মত এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কলেজটি।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন। ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৯ জনই জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার শতভাগ।
ভালো ফলাফলের জন্য ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান কলেজের শিক্ষক মন্ডলী, ক্যাডেট, অভিভাবক ও অন্যান্য সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে বরিশাল বোর্ডে ক্যাডেট কলেজসহ পাঁচটি কলেজে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে এ বছর বরিশাল বোর্ডে একজন পরীক্ষার্থীও পাস করেননি এমন কলেজ নেই।
সাইফ আমীন/আরএআর/এমকেএইচ