৮ দিন পর বান্দরবানে সড়ক যোগাযোগ চালু
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৭ জুলাই ২০১৯
টানা বর্ষণ ও সাঙ্গু নদীর নদীর পানি হ্রাস পাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু।
বুধবার (১৭জুলাই) সকাল ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
পূরবী-পূর্বাণীর এক লাইনম্যান জানান, সকাল থেকে পূর্বাণী বাস চালু হয়েছে। তবে পূরবী বাস চালু হবে দুপুর ১২টার পর।
তিনি আরও জানান, বান্দরবান কেরাণীহাট সড়কের বড়দুয়ারা এলাকায় এখনও এক হাঁটু সমান পানি আছে।
স্থানীয়রা জানিয়েছেন, টানা বর্ষণে গত ৮ জুলাই বান্দরবান-চট্টগ্রাম সড়কের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা অংশ ডুবে যায়। এতে সারা দেশের সঙ্গে বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ডুবন্ত সড়কে ছোট ছোট ভ্যান চলাচল করলেও সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর তার প্রভাব পড়ে। এ সময় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কারণে বান্দরবানে দেখা দেয় ভয়াবহ বন্যা।
সৈকত দাশ/এমএমজেড/জেআইএম