রাজবাড়ীতে বিপৎসীমার ওপরে পদ্মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৭ জুলাই ২০১৯

রাজবাড়ী জেলার অংশে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে এবং পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ৫২ সেন্টিমিটার ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১.৮৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৬টায় এ পানির পরিমাপ নির্ণয় করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে দৌলতদিয়া পয়েন্টে পানি বাড়লেও এখনও জেলার কোথাও বন্যা বা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে বলে জানা গেছে। এ ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বন্যার কোনো আভাস পাওয়া যায়নি। নদীপাড়ের নিম্নাঞ্চলগুলোতে এখনও পানি ওঠেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে জেলার পাংশার হাবাসপুর, কালুখালীর রতনদিয়া, রাজবাড়ী সদরের মিজানপুর, বরাট, গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।