সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত


প্রকাশিত: ০৭:১০ এএম, ২১ অক্টোবর ২০১৪

তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। মঙ্গলবার  সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশের মাধ্যমে তাদের ধর্মঘটের পালন শুরু করেন।

এছাড়া ভোমরা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট করেন। এ সময় মহাসড়কে কমপক্ষে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন- মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, মিজানুর রহমান তানভির, সব্যসাচী বিশ্বাস, তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব, শরীফ আহমেদ প্রমুখ।

শিক্ষক সংকট দূর, নির্মাণাধীন ২৫০ শয্যা হাসপাতাল চালু ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাসহ চার দফা দাবিতে রোববার থেকে শিক্ষার্থীরা এ ধর্মঘট পালন করে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।