মায়ের বেচে দেয়া সেই নবজাতকের আশ্রয় হচ্ছে ছোটমনি নিবাসে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৬ জুলাই ২০১৯

পিরোজপুর সদর হাসপাতালে মায়ের বেচে দেয়া সেই নবজাতককে সমাজকল্যাণ বিভাগের শিশু লালন কেন্দ্র বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় ছোটমনি নিবাসে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার শিশু বিক্রি হবার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে তাদের হেফাজতে নেয় এবং হাসপাতালে রেখেই সমাজসেবা অধিদফতরের মাধ্যমে শিশুটির খাবার ও চিকিৎসা সেবা দেয়া হয়।

আরও পড়ুন> ৫ হাজার টাকায় সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিলেন মা

পরবর্তীতে শিশুটিকে সরকারিভাবে লালন পালনের জন্য আদালতে আবেদন করা হলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার লালন পালনের দায়িত্ব সমাজসেবা বিভাগের কাছে অর্পণ করেন।

জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার জাকির হোসেন জাগো নিউজকে জানান, আদালতের নির্দেশে শিশুটি তার তত্ত্বাবধানে রয়েছে। আগামীকাল বুধবার সকালে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সমাজসেবা অধিদফতরের শিশু লালন কেন্দ্র ‘ছোটমনি নিবাসে’ নিয়ে যাওয়া হবে।

মাহামুদুর রহমান মাসুদ/এমবিবআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।