মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশু চুরি!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ জুলাই ২০১৯

সাভারে গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় মহিমা নামে দুই বছরের এক শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, পারিবারিক অভ্যন্তরীণ কোনো জটিলতার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুরে রানা ইসলামের নিজ বাড়ি থেকে তার শিশু সন্তান চুরি যাওয়ার ঘটনা ঘটে।

মহিমার বাবা রানা ইসলাম জানান, রোববার রাতে তার একতলা বাড়ির দুটি কক্ষের একটিতে তার স্ত্রী মামুনা আক্তার ও মেয়ে মহিমা ঘুমিয়ে ছিল। পরে রাত আড়াইটার দিকে মহিমার মা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মহিমাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করে। এতে সবার ঘুম ভাঙলে তারা ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে অনেক খুঁজেও মহিমাকে পাওয়া যায়নি।

মহিমার মামা রাশেদুল ইসলাম বলেন, তার ভগ্নিপতির সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিকভাবে কারো কোনো দ্বন্দ্ব নেই। এমনকি স্ত্রী মামুনা আক্তারের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তবে কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।

এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, যে লোকেশন থেকে চুরির কথা বলা হচ্ছে আসলে সেখানে সেই সুযোগটা নেই। সম্ভবত পরিবারের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আল-মামুন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।