প্রাতর্ভ্রমণই কাল হল তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৬ জুলাই ২০১৯
ফাইল ছবি

খুলনায় সড়ক দুর্ঘটনায় বিলিয়ান হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে প্রাতর্ভ্রমণ কালে নগরীর শিরোমনি এলাকায় খুলনা-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

বিলিয়ান খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে (এমইএস) বেসামরিক সদস্য (বিদ্যুতের লাইন ম্যান) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারিপুরের দক্ষিণ রমজানপুর।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিলিয়ান সকালে প্রাতর্ভ্রমণ কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (খুলনা-মেট্রো ট-১১-১১৮৫) তাকে চাপা দেয়। এতে ছিটকে গিয়ে ঘটনাস্থানেই তিনি মারা যান।

তিনি জানান, এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক জহির খানকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকালে শিরোমনির শেষ সীমানায় মীর বাড়ি এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন বিলিয়ান। এ সময় ফুলতলার দিক থেকে শিরোমনির দিকে আসা হ্যামকো কোম্পানির একটি খালি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্রায় ৫ ফুট ছিটকে গিয়ে ঘটনাস্থানেই মারা যান। একই ঘটনায় অজ্ঞাত এক মহিলা আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন দুর্ঘটনার সময় ট্রাকচালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আলমগীর হান্নান/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।