কুড়িগ্রামে প্রতিবন্ধীসহ পাঁচজনের মৃত্যু
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৬ জুলাই ২০১৯
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ চারজন মারা গেছে। এছাড়াও পুকুরের পানিতে ডুবে মারা গেছে অপর এক শিশু। সোমবার তাদের মৃত্যু হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরির্দশক বাবুল কুমার জানান, সোমবার বন্যার পানিতে তিনজনের মারা যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য কর্মীরা। এরা হলেন- চিলমারী ইউনিয়নের ঢুষমারা থানার গাছবাড়ী এলাকার মাইদুলের ১৮ মাসের কন্যা মনি খাতুন। সে খেলতে খেলতে পানিতে পরে মারা যায়। অষ্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে হাসানুল হক চৌকি থেকে পানিতে পড়ে মারা যায় এবং রানীগঞ্জ থানার চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০) পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারীগ্রামে বাড়ির পেছনে খেলতে গিয়ে হাবিবুল্লাহ (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের কৃষক মাহবুরের ছেলে। হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামের লোকমানের মেয়ে আলো খাতুন (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম