ডেঙ্গুর কাছে হেরে গেল শিশু লাবণ্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ জুলাই ২০১৯

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মো. কাজী ফয়সালের মেয়ে লাবণ্য আলীনা কাজী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার বয়স হয়েছিল চার বছর দুই মাস। সোমবার বাদ জোহর গোপালগঞ্জ পৌর সদরের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

২৭তম বিসিএস ব্যাচের ক্যাডার মো. কাজী ফয়সাল ২০১৭ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৪ মার্চ পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

১২ বছর ও ৬ বছরের দুটি ছেলে সন্তানের পর মো. কাজী ফয়সালের একমাত্র মেয়ে ছিল লাবণ্য আলীনা কাজী। তার মৃত্যুতে ফরিদপুরের প্রশাসনে কর্মরতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতাদিরুল হাসান জানান, গত কয়েক দিন ধরে লাবণ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। ভোরে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাবণ্যর মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফয়সাল স্যারের বাড়ি গোপালগঞ্জে গিয়ে স্যারের পরিবারকে সমবেদনা জানান।

লাবণ্য আলীনা কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

বি কে সিকদার সজল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।