বোমা তৈরির সময় ঝলসে গেল শরীর, উড়ে গেল ঘরের চালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৫ জুলাই ২০১৯
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ হয়ে আব্দুল হাকিম (৩০) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। হাকিম ধান্যঘরা গ্রামের আবু বকর ওরফে বকর ডাকাতের ছেলে।

সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পুলিশ পাহারায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানায়, হাকিম নিজ ঘরে বোমা তৈরি করার সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়ে তার পুরো শরীর ঝলসে যায় ও বসত ঘরের টিনের চাল উড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে বেলা ১১টার দিকে পুলিশ পাহারায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম (বার) বেলা সাড়ে ১১টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সালাউদ্দিন কাজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।