সিরাজগঞ্জে বিপৎসীমার ১৬ সে.মি. ওপর দিয়ে বইছে যমুনার পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৫ জুলাই ২০১৯

যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন চরাঞ্চলের মানুষ। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি। পানি বৃদ্ধির তীব্রতায় ভয়াবহ বন্যা আতঙ্কে রয়েছেন যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ।

সোমবার সকাল ১০টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৩.৫১ মিটার রেকর্ড করা হয়। যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার বেশি। (ডেঞ্জার লেভেল-১৩.৩৫)। গত চারদিনে পানি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৩০, ৪০, ৩৩ ও ৩১ সেন্টিমিটার।

Sirajganj

সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এক সপ্তাহ ধরেই যমুনার পানি চরাঞ্চলে প্রবেশ করেছে। ইতোমধ্যে তলিয়ে গেছে সেখানকার ফসলি জমি। সোমবার সকাল পর্যন্ত মেছড়া ইউনিয়নের শতাধিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী কে এম রফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি বৃদ্ধির তীব্রতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে পানি।

Sirajganj-1

তিনি আরও বলেন, বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে যমুনা নদীর উজানে আগামী ২৪ ঘণ্টা পানি কমার কোনো সম্ভাবনা নেই। এতে সিরাজগঞ্জ পয়েন্টে আরও তিনদিন পানিবৃদ্ধি অব্যাহত থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।