ভাগ্য ফেরাতে গিয়ে কারাভোগ শেষে ফিরলেন তারা
ভাগ্য ফেরাতে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি ১৪ যুবক। কিন্তু সেখানে পৌঁছেই পুলিশের হাতে আটক হন। প্রায় আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তারা।
রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই যুবকদের হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত বাংলাদেশিরা হলেন- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। এদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ি ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর আগে অভাবের তাড়নায় ভালো কাজের আশায় অবৈধ পথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের তামিলনাড়ু যায়। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালতে নেয়া হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সাজার মেয়াদ শেষে ভারতীয় পুলিশ রোববার বাংলাদেশে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এমএসএইচ