লামায় পাহাড় ধসে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৪ জুলাই ২০১৯
ফাইল ছবি

বান্দরবানের লামার মধু ঝিড়িতে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মিরজান বেগম।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে লামা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মধুঝিড়ি আগা এলাকায় এ ঘটনা ঘটে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) নূরে জান্নাত রুমি আজ সকাল সাড়ে ৯টার দিকে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রাত সাড়ে তিনটার দিকে স্বপরিবারে ঘুমাচ্ছিলেন ওই নারী। এ সময় ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে পরে ঘরের ওপর। এ সময় মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন তার ছেলে ও ছেলের বউ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে লামার পৌর মেয়র জহিরুল ইসলাম সকাল ১০টার দিকে জানিয়েছেন, হতাহতদের উদ্ধার করা হয়েছে। পরিবারের প্রধান ছিলেন মিরজানা। মাটির নিচ থেকে তার ছেলে এবং পুত্রবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈকত দাশ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।