ঢাকা আসা হলো না স্বামী-স্ত্রীর, বেঁচে গেল মেয়ে ও ভাতিজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৯

মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় শনিবার বিকেলে প্রাইভেটকার উল্টে স্বামী-স্ত্রী নিহত হন। স্বামী মহসিন সর্দার (৫০) যশোরের বই ব্যবসায়ী। তার স্ত্রীর নাম রীনা বেগম (৪৫)।

মহসিন সর্দার যশোরের জনতা লাইব্রেরির মালিক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির, যশোরের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় আহত হয়েছে ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। তরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন ও ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে ঢাকা যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন। তাদের বহনকারী প্রাইভেটকারটি মাগুরা শহরের কাছাকাছি সীতারামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এসময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।

নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতাল রাখা হয়েছে। আহত দু’জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হতাহতদের বাড়ি যশোরের কাজিপাড়ায়।

আরাফাত হোসেন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।