বিদ্যুতের তার উঁচু করতে গিয়ে অটোচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৩ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার গাছের ডাল পুঁতে উঁচু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ উদ্দিন হাওলাদার (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আব্দুর রহমান (২৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ ওই গ্রামের মৃত ছোমেদ হাওলাদারের ছেলে।

স্বজনদের বরাদ দিয়ে রাজাপুর থানার এসআই আরেফিন ইসলাম জানান, বিদ্যুতের মেইন সুইস বন্ধ না করে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার উঁচু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফরিদ উদ্দিন ও তার ছেলে আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করে। আব্দুর রহমান ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মো. আতিকুর রহমান/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।