বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ জুলাই ২০১৯

বগুড়ার শেরপুর পৌর এলাকায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামের আব্দুল ছালামের ছেলে শাহ আলম ও খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের সান্ন্যালপাড়া এলাকায় মোস্তফা খন্দকারের ছেলে ইমরুল খন্দকারের তিনতলা বাড়িতে শ্রমিকরা এসএস স্টিলের পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে দুই ফুট দূরত্বে থাকা বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে পাইপ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম ও রবিউল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমন বাসার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।