হাটে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনলেন বীরেন শিকদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৩ জুলাই ২০১৯

মাগুরার শালিখায় হাটে গিয়ে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

শনিবার উপজেলার আড়পাড়া বাজার সরেজমিন পরিদর্শন করে সরকার নির্ধারিত কেজিপ্রতি ২৬ টাকা করে মণপ্রতি এক হাজার ৪০টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি (ধান) ক্রয় করেন তিনি।

এছাড়া ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের গৃহীত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এই সংসদ সদস্য।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যে, চলতি মৌসুমে শালিখা উপজেলায় এক হাজার ১২৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. আরাফাত হোসেন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।