বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে ব্রহ্মপুত্রের পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১২ জুলাই ২০১৯

কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চত করেছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, কাটাখালী ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এসব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পরে বলেও সতর্ক করে পানি উন্নয়ন বোর্ড।

পানি বৃদ্ধির ফলে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চর এলাকা প্লাবিত হয়েছে।

জাহিদ খন্দকার/এমএআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।