পাহাড় ধসের শঙ্কায় সাজেক ভ্রমণ না করার আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১২ জুলাই ২০১৯
ফাইল ছবি

টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় আগামী দুই দিন পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দুই দিন (১২-১৩ জুলাই) সাজেক ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন কটেজ মালিক সমিতি অব সাজেক’র সভাপতি সুবর্ণ দেব বর্মা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল কয়েকদিনের টানা বর্ষণের কারণে সাজেকের যোগাযোগ ব্যবস্থা যেকোনো সময় বিছিন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে ১২-১৩ জুলাই ভ্রমণ বাতিল ঘোষণা করা হলো।

এদিকে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধস ইত্যাদি কারণে প্রাণহানির আশঙ্কা থাকায় পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহী করে গণবিজ্ঞপ্তি জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জানমালের সুরক্ষার স্বার্থে প্রচার করা হয় বলে উল্লেখ করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।