পেছন থেকে ধাক্কা দিল ট্রাক, প্রাণ গেল বাসের চার যাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১১ জুলাই ২০১৯

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশমপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বরুড়া উপজেলার নসরতপুর গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাসতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)।

হাইওয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের কেশমপাড় এলাকায় দোয়েল সুপার নামের চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে চার যাত্রী নিহত হন। আহত হন আরও ১৫ যাত্রী।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা (হাইওয়ে পুলিশ) ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধারসহ মারাত্মক আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।