ভোর না হতেই সড়কে গেল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ জুলাই ২০১৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশের খাদে আমভর্তি ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের নুরুজ্জামান (৫০) ও পদ্মপুকুর গ্রামের আইয়ুব খান (৫০)। তারা আম ব্যবসায়ী ছিলেন। ট্রাকচালকসহ আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আম বহনকারী ছোট ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হতে পারে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।