একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১১ জুলাই ২০১৯

যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কোরবান হোসেন (২৫) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোরবান হোসেন উপজেলার কাজিরবেড় গ্রামের নওশের আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার স্টেডিয়ামের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি কোরবানকে গ্রেফতার করা হয়।

তার দেহ তল্লাশি করে তার প্যান্টের মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।