বেনাপোলে বিদেশি সিগারেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:১৯ এএম, ১১ জুলাই ২০১৯

যশোরের বেনাপোলে ৩২ কার্টন বিদেশি সিগারেটসহ জামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী রুমা খাতুনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামাল হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচএম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ কার্টন কোরিয়ার (ইজি স্পেশাল গোল্ড) সিগারেট উদ্ধার করা হয়।

অবৈধভাবে বিদেশি সিগারেট রাখা ও বিক্রি করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।