স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে সাইফুল ইসলাম (২১) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ওভার ব্রিজের নিচে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার সময় হাতেনাতে আটক করে পুলিশ। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত সাইফুল উপজেলার বাড়ি মজলিস এলাকার জহিরুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ওভার ব্রিজের নিচে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বখাটেরা স্কুল-কলেজে যাওয়া-আসার পথে ছাত্রীদের উক্ত্যক্ত করে আসছে। এখন থেকে পুলিশ ওই এলাকায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে।

শাহাদাত হোসেন/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।