ঘাতক ট্রাক কেড়ে নিল কৃষকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার (১০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লস্করহাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার আতাহার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। পরিবার নিয়ে সুলতাগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দুর্ঘটনার সময় বাড়ি থেকে গরু নিয়ে পাশের বাসুদেবপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। এ সময় ক্যারেট বোঝাই চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।

পরে ট্রাকটি মহাসড়কের পাশের দুটি গাছের মাঝে আটকে যায়। সুযোগ বুঝে পালিয়ে যান চালক ও তার সহকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ নিয়ে যান স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের স্বজনদের এনিয়ে কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরও জানান দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।