যুবদল নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ১০:০০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলামিন হাওলাদারের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রতনপুর নতুন খাসেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য লুৎফর রহমান স্বপন।

বক্তব্য রাখেন, নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার ও নিহতের স্ত্রী রিপা বেগমসহ এলাকার অন্যান্যরা।
বক্তারা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর পূর্বে নিহতের বাড়ির সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাসেরহাট বাজারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, জমিজমা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গত ৫ সেপ্টেম্বর মেহেন্দীগঞ্জের পশ্চিম রতনপুর গ্রামে আলামিন হাওলাদারকে তার চাচাতো ভাইরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।