সরাইলে অস্ত্র ও ছুরিসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র ও ছুরিসহ উজ্জল (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে সাতটায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল উপজেলার বড় গোনাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে উজ্জলসহ তার তিন সহযোগী অস্ত্র ও ছোরা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার গোনাউড়া কবরস্থানের পাশে অবস্থান নেন। এসময় সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করেন। তবে উজ্জলের বাকি তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উজ্জলের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত উজ্জলের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।