ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ কি. মি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রায় ৭০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের দৌলবাড়ি ও সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়।
এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফেনী থেকে আসা কাভার্ডভ্যানের চালক সুরুজ মিয়া জাগো নিউজকে জানান, সকাল সাতটায় ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বেলা সোয়া ১১টায় তিনি সদর দক্ষিণের জোড়কানন এলাকায় এসে পৌঁছেছেন।
ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের যাত্রী সালেহ আকরাম জাগো নিউজকে জানান, সকাল সোয়া নয়টায় তিনি মহাসড়কের নিমসার এলাকা থেকে ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোডে পৌঁছেছেন।
বেলা সাড়ে ১১টায় মোবাইল ফোনে চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জাগো নিউজকে জানান, মহাসড়কের দুইটি স্থানে ভোরে দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস