ঠাকুরগাঁওয়ে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে ফারহাত আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিসিএস ১৮ ব্যাচের অফিসার।

পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি আর্টিকেল ৪৭ স্বাক্ষরের মধ্যদিয়ে দায়িত্ব পান। ঢাকার এসবিতে বদলির আদেশপ্রাপ্ত হওয়ায় আব্দুর রহিম শাহ চৌধুরী দায়িত্ব হস্তান্তর করেন।

ফারহাত আহমেদ ঢাকার অধিবাসী। তবে তার পৈত্রিক জেলা মৌলভীবাজার। তিনি এক কন্যা সন্তানের বাবা। ব্যক্তিগত জীবনে একজন সদালাপি বন্ধুসুলভ মানুষ। তার আশা তিনি ঠাকুরগাঁওয়ের আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন সাধন করবেন। মানুষকে অধিক সেবা দেয়ার প্রচণ্ড ইচ্ছা রয়েছে। তাছাড়া মাদকের বিরুদ্ধে তার থাকবে দৃঢ় অবস্থান।

এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সাবেক পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে বিদায় দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিউল এহসান রিপন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।