গাজীপুরে বাসচাপায় ২ পথচারী নিহত


প্রকাশিত: ০৫:৪১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আট জন আহত হয়েছেন। শ্রীপুরে বিআরটিসি বাসচাপায় এক নারীসহ দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে, ভোর সাড়ে ছয়টায় কালিয়াকৈরের হরতকিরচালা এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস ও অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঈমান আলীর ছেলে আব্দুর রশীদ (৫৪) ও অজ্ঞাতনামা এক নারী (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসির ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নপুর বাজারে অপেক্ষমান যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আহত হন তিনজন। দুর্ঘটনায় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিআরটিসির চালক পলাতক রয়েছেন।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে সড়ক চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের হরতকিরচালা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের তিনজন ও অটোরকিশার দুজন যাত্রী আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
                
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।