থানচিতে বেড়াতে গিয়ে আটকা পড়লেন ২৫ পর্যটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৮ জুলাই ২০১৯

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে আটকা পড়েছেন ২৫ জন পর্যটক। বিষয়টি জানিয়েছেন থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।

তিনি বলেন, পাহাড়ে ভারী বর্ষণ শুরু হওয়ার আগে পর্যটকদের তিনটি দলের মোট ২৫ জন তিন্দু, রেমাক্রি, নাফাখুম হয়ে আরও দুর্গম এলাকায় বেড়াতে যান। পরে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে নৌকা চলাচল না করায় ওই পর্যটকরা থানচি উপজেলা সদরে আসতে পারেননি।

ইউএনও আরিফুল হক মৃদুল আরও বলেন, ওসব জায়গায় কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক না থাকায় আটকা পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে থানচির জিন্না পাড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ২০ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন থানচির পর্যটক গাইড জাহিদুল ইসলাম ইমন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির রেমাক্রি, তিন্দু,বড় মদক ও ছোট মদকে নৌ-চলাচল বন্ধ আছে।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।