পিঁপড়ায় খেল পাহারাদারের লাশ
ঝালকাঠির রাজাপুরে সৈয়দ আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ দারোয়ানের পিঁপড়ায় খাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৈয়দ আলী গোপালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি ওই এলাকার প্রবাসী দুলালের বসতবাড়ি ও বাগান পাহারা দিতেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানান, মৃত সৈয়দ আলী প্রবাসী দুলালের বাড়ির কেয়ারটেকার ছিলেন। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে খুলনায় থাকে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, দু-একদিন আগে তার মৃত্যু হয়েছে। আজ (সোমবার) সকালে সৈয়দ আলীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
রাজাপুর থানার এসআই আব্দুর রৌফ জানান, সৈয়দ আলী কখন মারা গেছেন তা বলা যাচ্ছে না। তবে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশ পিঁপড়া ও চিকায় খেয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মো. আতিকুর রহমান/এমবিআর/এমকেএইচ