কৃষকের বসতঘরে ৩২টি গোখরা সাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৭ জুলাই ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ওই কৃষকের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

কৃষক সাদেক শেখের ছেলে হালিম শেখ জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোলস দেখতে পাওয়া যায়। এ কারণেই আজ (রোববার) সকালে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খোঁড়া শুরু করি। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়।

সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা গেলেও মা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

sap

স্থানীয়রা জানান, সাপুড়ে এনে চার ঘণ্টার চেষ্টায় কৃষক সাদেক শেখের ঘর থেকে একে একে ৩২টি সাপ বের করা হয়েছে। সাপগুলো ওই সাপুড়ে নিয়ে গেছে বলেও জানায় এলাকাবাসী।

এ ব্যাপারে শৈরকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, আমি মিটিংয়ে আছি। তবে শুনেছি ৩২টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এমনকি ফেসবুকেও দেখেছি। সাপগুলো সাপুড়ে নিয়ে গেছে কি-না আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।