জয়পুরহাটে পুলিশি বাধায় বাম জোটের সমাবেশ পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ জুলাই ২০১৯

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে জয়পুরহাটে একটি সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

রোববার সকালে শহরের পৌর মার্কেটের সামনে আয়োজিত এই সমাবেশ চলাকালে আকস্মিক বাধা দিয়ে ব্যানার ও দলীয় পতাকা কেড়ে নেয় পুলিশ। এতে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের ওই সমাবেশ পণ্ড হয়ে যায়।

এসময় সমাবেশস্থল থেকে জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতা ও আক্কেলপুর উপজেলা সিপিবির সভাপতি হাসান সর্দারকে আটক করে পুলিশ। অবশ্য পরে দুপুরের দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Hortal-Jaipurhat-1

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে হরতালের মধ্যেও সকাল থেকে জয়পুরহাটে ট্রেন, আন্তঃজেলা রুটের বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন যথারীতি চলেছে। তবে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

রাশেদুজ্জামান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।