শ্রীপুরে আবার কারখানায় আগুন
শ্রীপুরের মাওনা উত্তরপাড়া (নয়নপুর) এলাকায় সেঞ্চুরি স্পিনিং মিলস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ছয়টায় মেশিনের ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে শ্রীপুর দমকল বিভাগের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আমানউল্লাহ জানান, সিমপ্লেক্স সেকশনে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে দমকল বিভাগ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কয়েকটি মেশিন ও তুলা পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, সেঞ্চুরি স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে কয়েকটি মেশিন ও কিছু তুলা পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এর আগে গত ৩০ জুন উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় অটোস্পিনিং মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় এক নিরাপত্তা রক্ষীসহ ছয় জনের মৃত্যু হয়। এরমধ্যে ৪ জনের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়।
শিহাব খান/এমএমজেড/আরআইপি