বঙ্গোপসাগরে কার্গো ডুবি : এখনও নিখোঁজ ১৩ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৬ জুলাই ২০১৯
ফাইল ছবি

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে যাওয়া লবণবাহী কার্গো ট্রলারের ১৩ মাঝিমাল্লার এখনও খোঁজ মেলেনি। শুক্রবার (৫ জুলাই) সকালে মেঘনা নদীর মোহনা সংলগ্ন হাতিয়া চ্যানেলে এ নৌ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি প্রায় সাড়ে ছয় হাজার মণ পরিশোধিত লবণ পরিবহন করছিল।

বিষয়টি নিশ্চিত করে মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক সেলিম উল্লাহ কাদেরী জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি রাফসান (লাইসেন্স নং-১৯৪৮) কার্গো ট্রলারটি বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১৩ জন মাঝিমাল্লা এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, কার্গো ট্রলারটি মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ এর পরিশোধিত লবণ খুলনার সুপার এক্স লেদার ট্যানারিতে নিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্রলারে মাঝিমাল্লাসহ ১৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে হামিদ নামের একজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় ফিসিং বোট।

সেলিম উল্লাহ কাদেরী আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর শিল্প এলাকা থেকে ৩৬৫০ বস্তা পরিশোধিত লবণ নিয়ে গত বুধবার ট্রলারটি চট্টগ্রামের মাঝিরঘাটে নোঙ্গর করে। বৃহস্পতিবার বিকেলে পুনরায় খুলনার উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার সকালে হাতিয়া চ্যানেলে পৌঁছাছে ট্রলারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এক পর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় সাগরে প্রবল ঢেউ থাকায় ট্রলারটি ডুবে যায়।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।