সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:১৫ এএম, ০৫ জুলাই ২০১৯
ফাইল ছবি

সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের।

পুলিশ, ফায়ারা সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাজারের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

আগুনের খবর পেয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। সেখানে তারা ফায়ার সার্ভিসকে আগুনে নেভাতে সহায়তা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদর থানার এসআই জালার উদ্দিন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একুট সময় লাগবে।

মোসাইদ রাহাত/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।