ক্যান্সার আক্রান্ত খাদিজাকে ৫ লাখ টাকা দিলেন সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৪ জুলাই ২০১৯

মরণব্যাধি স্তন ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী খাদিজা ইয়াসমিন আশার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বুধবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা পুরাতন সড়কের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ইসদাইর এলাকায় খাদিজার বাসায় হাজির হয়ে খাদিজার বাবা সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ বিষয়ে এমপি সেলিম ওসমান বলেন, বিপদে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষেরই দায়িত্ব। আমি আমার সেই দায়িত্ববোধ থেকেই সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে থাকি।

so

তিনি বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন অন্তত তাদের একজন প্রতিবেশীর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে আমাদের সমাজ থেকে দূর হবে অসহায়ত্ব।

জানা গেছে, এমপি সেলিম ওসমান নিজেও শারীরিকভাবে গুরুতর অসুস্থ। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। থাইল্যান্ডের চিকিৎসকরা তাকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

শুধু খাদিজা ইয়াসমিন আশাই নন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এবং পরে এমপি সেলিম ওসমান মরণব্যাধিতে আক্রান্ত এমন অনেক মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।