আগুনে পুড়ে অঙ্গার, চেনা যায় না কারও লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৩ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুটি মরদেহ অবিকৃত থাকায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে আনোয়ার ও রাসেলের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শাহজালাল, সেলিম কবির, সুজন সরদার ও মো. আবু রায়হানের মরদেহ বিকৃত অবস্থায় থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের স্বজনরা বিভিন্নভাবে তাদের মরদেহ চিহ্নিত করেছেন। তবুও নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএর নমুনা রেখে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।

শিহাব খান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।