শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচারে আনন্দ মিছিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৩ জুলাই ২০১৯

১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমাবর্ষণ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এমন আদেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগ।

বুধবার দুপুরে আয়োজিত মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালেক ও কৃষক নেতা মুরাদ মালিথাসহ প্রমূখ। এ সময় বক্তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।